https://www.voiceofpeople24.com/

4180

sylhet

২০২৫-২৬ সেশনের নবীনদের বরণ করলো ‘ল’ কলেজ ছাত্রদল

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫

সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় ল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবীনদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় ‘ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে ও ‘ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশীদ আহমদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ল’ কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক এনামুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের ম্যাজিট্র্যাট মুনশি আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ‘ল’ কলেজের অধ্যাপক এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম, অধ্যাপক আবুল খায়ের হেলাল আহমদ, সিলেট ‘ল’ কলেজের সাবেক সভাপতি শাহীন আহমদ, কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আব্দুল আহাদ শোয়েব, সহ সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, রুহুল আমিন খন্দকার, আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মাছনুনা আক্তার আঁখি।

নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দেলওয়ার হোসাইন চৌধুরী, ওলিউর রহমান মাহবুব, শিহাব সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের সহ সভাপতি শিব্বির আহমদ রাসেল, আল আমিন উল্লাহ, আমিনুল ইসলাম রাজু, শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার, সহ সাংগঠনিক মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরিফ ওসমান হাদির জন্য দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের মাঝে সিলেবাস প্রদান করা হয়।