https://www.voiceofpeople24.com/
4059
science-technology
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৫ ১১:৪০
গুগল তাদের এআই চ্যাটবট অ্যাপের ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস ‘জেমিনাই ক্যানভাস’-এ নতুন একটি ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন শুধু একটি প্রম্পট বা নির্দিষ্ট ফাইল ব্যবহার করেই স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে, এই ফিচারটি মূলত শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য তৈরি করা হয়েছে এবং যাদের নিয়মিত প্রেজেন্টেশন বা রিপোর্ট তৈরির প্রয়োজন হয় তাদেরও এটি কাজে দেবে।
গুগলের এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা কেবল একটি প্রম্পট লিখে স্লাইড তৈরি করতে পারবেন অথবা ডকুমেন্ট, স্প্রেডশিট বা রিসার্চ পেপারের মতো নির্দিষ্ট কোনো ফাইল আপলোড করেও জেমিনাইকে সেই ফাইলের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করতে বলতে পারবেন।
যদি সোর্স নির্দিষ্ট না থাকে, তাহলে শুধু একটি কমান্ড দিলেই জেমিনাই পুরো প্রেজেন্টেশন বানিয়ে দেবে। তৈরি হওয়া স্লাইডগুলোতে আগেই নির্ধারিত থিম, ছবি ও টেক্সট যুক্ত থাকবে।
ব্যবহারকারীরা চাইলে জেমিনাই অ্যাপ থেকেই সরাসরি প্রেজেন্টেশনটি গুগল স্লাইডসে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার পর তারা প্রয়োজন অনুযায়ী স্লাইড সম্পাদনা করতে বা সহকর্মীর সঙ্গে মিলেও কাজ চালিয়ে যেতে পারবেন। এই নতুন সুবিধাটি ধীরে ধীরে পার্সোনাল ও গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট দুটোতেই চালু হচ্ছে।
এর আগে চলতি বছরের মার্চে জেমিনাই ক্যানভাস চালু করে গুগল। এতে ব্যবহারকারীরা তাদের লেখা বা কোড শেয়ার করে এআই-এর সাহায্যে তা সম্পাদনা বা উন্নত করতে পারেন। ব্যবহারকারীরা যদি অ্যাপ, ওয়েবপেইজ বা ইনফোগ্রাফিকের মতো প্রজেক্টের জন্য কোড বা প্রম্পট দেন, তাহলে ক্যানভাস তাদের ডিজাইনের একটি ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন দেখাতে পারে।
নতুন এই আপডেটের মাধ্যমে জেমিনাই এখন কেবল লেখা বা কোড সম্পাদনাই নয়, বরং পুরো প্রেজেন্টেশন তৈরির সহকারী হিসেবেও কাজ করবে, যা এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।