https://www.voiceofpeople24.com/

4053

sports

নভেম্বরে ভারত সফরে আসছে না আর্জেন্টিনা

প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৫ ১১:১৪

ডিসেম্বরে তিন দিনের ভারত সফরে আসছেন লিওনেল মেসি, তা নিশ্চিত। কলকাতা, মুম্বাই ও দিল্লি সফরে আর্জেন্টাইন অধিনায়কের সফরসঙ্গী হবেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও মেসির বার্সা ও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ। এছাড়া মেসির ভারত সফরের সঙ্গী হতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তা যদি হয়, তাহলে এক ঐতিহাসিক সফরের মর্যাদা লাভ করবে।

এর আগে, নভেম্বরে ভারতের কেরালা সফর করার কথা ছিল পুরো আর্জেন্টিনা দলের। সেই সফরে ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। 

তবে গতকাল আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষক রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন ফেসবুকে লিখেছিলেন, হাই-প্রোফাইল ম্যাচ আয়োজনের জন্য তারা এখনো ফিফার কাছ থেকে অনুমতি পাননি। যার কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে বৈঠকের পর ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা দল কেরালায় আসছে সবার আগে এই বার্তা দিয়েছিলেন রাজ্যটির ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান। এবার আবদুরহিমান নিজেই ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা দল আসছে না ভারতে। নভেম্বরে আর্জেন্টিনা দল না এলে কবে নাগাদ সফরটি করবে চ্যাম্পিয়নরা। 


এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, নভেম্বরের বদলে আগামী বছরের মার্চে ভারত সফরে আসতে পারে আর্জেন্টিনা।