https://www.voiceofpeople24.com/

3949

entertainment

আইবিটিভি ইউএস'র উদ্যোগে ইফতার ও ক্বিরাত প্রতিযেগিতা

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৩ ১০:৩৮ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

ib1-1024x429আইবিটিভি ইউএসএ'র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হলো ১৬ এপ্রিল রোববার।  ম্যাসপাথস্থ  ম্যাজেস্টিক হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার ও স্টেট সিনেটর জন ল্যূ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।   অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আইবিটিভি’র সিইও ও সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু এবং ব্যবস্থাপনা পরিচালক মিলা হোসেন। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আবীর আলমগীর , আবু বকর সিদ্দিক ও মাওলানা শহিদুল্লাহ।