খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের দোয়া

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪৭ (শুক্রবার)
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়- বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগএর আয়োজনে রোববার বাদ যোহর (০২ ডিসেম্বর) বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন মাওলানা কলেজ মসজিদের ইমাম আলতাফ হোসেন। একই সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেওয়া মুসল্লিরা মহান আল্লাহর দরবারে একত্রিত হয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

মিলাদ ও দোয়া অংশ নেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাহেদ আহমদ সাধারণ সম্পাদক রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রাজা ও মৃদুল হোসেন,, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের জাহিদুল ইসলাম মুন্না, আফনান আবেদীন, আবু ফাহিম ইমন, কলেজ ছাত্রদলের সুজেল আহমদ, হাফিজুর রহমান তামিম, আলমাছ হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন। দোয়া শেষে শিরণী বিতরণ করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.