প্রাথমিকের ৫ ক্যাটাগরির পদে নিয়োগের ফল প্রকাশ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১১:২৭ (শুক্রবার)
প্রাথমিকের ৫ ক্যাটাগরির পদে নিয়োগের ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচ ক্যাটাগরির ১৬৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, গত ২৪ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের দপ্তরগুলোতে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও ভান্ডাররক্ষক।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.