চুমু খেয়ে গ্রেফতার হলেন উড়োজাহাজের যাত্রী

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩ ০১:৫৬ (শুক্রবার)
চুমু খেয়ে গ্রেফতার হলেন উড়োজাহাজের যাত্রী

ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজ ছবি: সংগৃহীত ডেলটা এয়ারলাইন্সের এক পুরুষ কেবিন ক্রুর সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রথম শ্রেণির এক যাত্রীকে আটক করে পুলিশ। ডেভিড অ্যালান বার্ক নামের ৬১ বছর বয়সী ওই যাত্রীর বিরুদ্ধে পুরুষ কেবিন ক্রুর সঙ্গে জবরদস্তি করা ও তাঁর ঘাড়ে চুমু খাওয়ার অভিযোগ আনা হয়েছে। বার্ক নামের ওই যাত্রী মিনেসোটা থেকে আলাস্কায় যাচ্ছিলেন গত ১০ এপ্রিল সোমবার এ ঘটনা ঘটেছে।   প্রথম শ্রেণির যাত্রী হিসেবে বার্ক ফ্লাইটে পানীয় গ্রহণের অনুমতি পান। তাঁকে ‘টিসি’ নামের কেবিন ক্রু রেড ওয়াইন পরিবেশন করেন। কিন্তু এরপর যখন তিনি বার্কের খাবারের ট্রে ফেরত নিতে যান, তখন টিসির হাত ধরেন বার্ক।   ১০ মিনিট পর বাথরুমে যান বার্ক। এরপর টিসি যেখানে ছিলেন, সেখানে গিয়ে দাঁড়ান। তিনি টিসির উদ্দেশ্যে বলেন, ‘তুমি খুব সুন্দর।’ এরপর তিনি টিসিকে চুমু খেতে চান। টিসি নিষেধ করলে তিনি জবরদস্তি করে টিসির ঘাড়ে চুমু দেন। এরপর তাঁকে ধরার চেষ্টা করেন। এতে অস্বস্তিতে পড়েন টিসি।   ওই কেবিন ক্রুর অভিযোগে বলা হয়, তিনি বার্ককে কোনো অনুমতি দেননি। তিনি পরিস্থিতি থেকে বাঁচতে ছয় ঘণ্টার পথ উড়োজাহাজের পেছনে লুকিয়ে থাকেন। পরে অন্য একজনের কাছে জানতে পারেন, ওই যাত্রী একটি ট্রে নষ্ট করেছেন। এ ছাড়া আরও রেড ওয়াইন চেয়েছেন। এরপর ঘুমিয়ে পড়ার আগপর্যন্ত পানীয় নষ্ট করেছেন। পরে উড়োজাহাজ থেকে নামার পর বার্ককে বিমানবন্দর পুলিশ আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টয়লেট ব্যবহার, প্লেট ভাঙা ও অনাকাঙ্ক্ষিত চুমু খাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি ফ্লাইটে প্রচুর পান করার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, প্রথমবার পান করার পরপরই তিনি ঘুমিয়ে যান।   বার্কের বিরুদ্ধে কেবিন ক্রু সদস্যদের কাজে বাধা দেওয়ার ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২৭ এপ্রিল তাঁকে আদালতে হাজিরা দেয়ার শর্তে জামিন দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.