রাজনৈতিক ব্যক্তিত্ব পংকজ ভট্টাচার্য মারা গেছেন
ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পংকজ ভট্টাচার্য ২৩ এপ্রিল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার রাত ১২টা ২৫ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। ৮৩ বছর বয়সী পংকজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হওয়ায় গত সোমবারে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।পংকজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে তাঁর বেড়ে উঠা। তাঁর বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বামপন্থী আদর্শে বিশ্বাসী একজন রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, এই আদর্শ নিয়েই তিনি সারাজীবন কাটিয়ে দিয়েছেন।
প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক শামসাদ হুসাম চৌধুরী, প্রগ্রসিভ ফোরামের সভাপতি এডভোকেট আখতার উল ইসলাম, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, লেখক সাংবাদিক রহমান মাহবুব, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হাফিজ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খুরশেদুল ইসলাম, অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আবুল কাশেম প্রমুখ প্রয়াত এই নেতার মৃত্যুতে শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.