আনন্দধ্বনির প্রভাতী বর্ষবরণ ২৩ এপ্রিল রোববার

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ১২:১৬ (শুক্রবার)
আনন্দধ্বনির প্রভাতী বর্ষবরণ ২৩ এপ্রিল রোববার

প্রভাতী সঙ্গীতের মহড়া চলছে। ছবিঃ সংগৃহীতনিউইয়র্কের শুদ্ধ সঙ্গীতের পরিচর্যাকারী হিসেবে খ্যাত 'আনন্দধ্বনি ' দীর্ঘদিন থেকে পহেলা বৈশাখ পালন করে আসছে ব্যাপক আয়োজনের মাধ্যমে। ঢাকার ছায়ানটের আদলে প্রভাতফেরী ও প্রভাতী সঙ্গীত দিয়ে সাজানো আনন্দধ্বনির অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কের বাইরে থেকেও প্রতিবছর লোকজনের আগমন ঘটে। বাংলা নববর্ষের প্রতিনিধিত্বশীল এ অনুষ্ঠান এবারে হচ্ছে ২৩ এপ্রিল রোববার।   'প্রভাতী বর্ষবরণ ১৪৩০' শিরোনামে বাংলা নববর্ষের এ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন খ্যাতনামা শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। জামাইকার তাজমহল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টায়। অর্ঘ সারথী শিকদারের পরিচালনা ও পরিকল্পনায় নববর্ষ  অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আনন্দধ্বনির দেয়া এক বিবৃতিতে বলে হয়েছে,  যারা মূল ধারার বাংলা গানের ভক্ত এবং পরিচর্যাকারী, উভয়ের জন্যই আনন্দধ্বনি একটি প্রশান্তির স্থান।   বিশেষভাবে যারা যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন যাপন করছেন, কিন্তু বাংলা সংস্কৃতিকে গভীরভাবে মনে প্রানে ধারন করেন, তাঁরা মূল ধারার বাংলা গান এবং সুরের মূর্ছনার টানে দূরদূরান্ত থেকে বার বার ছুটে আসেন, আনন্দধ্বনির সাথে সঙ্গীতের জগতে হারিয়ে যাওয়ার জন্যে।  আনন্দের ঝর্ণাধারায়, সুরের মূর্ছনায় মেতে উঠার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.